当前位置:首页 >अदानी पावर शेयर प्राइस >Bowbazar Building Collapse: বউবাজারের ক্ষতিগ্রস্তদের ৫ লক্ষ আর্থিক সাহায্য, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Bowbazar Building Collapse: বউবাজারের ক্ষতিগ্রস্তদের ৫ লক্ষ আর্থিক সাহায্য, নির্দেশ মুখ্যমন্ত্রীর

বউবাজারে ফাটল-বিপর্যয়ে ঘরহারাদের পাশে দাঁড়াল রাজ্য সরকার। শনিবার রাজ্য সরকারের তরফে আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শনিবার বউবাজার নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয় নবান্নে। ওই বৈঠকে ছিলেন মুখ্যসচিব,বউবাজারেরক্ষতিগ্রস্তদের৫লক্ষআর্থিকসাহায্যনির্দেশমুখ্যমন্ত্রীর স্বরাষ্ট্রসচিব, মেয়র, মেট্রো কর্তৃপক্ষ ছাড়াও রেল বোর্ডের কর্তারা। ভার্চুয়ালি যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে বৈঠকের পর তাঁরা ঘটনাস্থলে যান। গোটা এলাকা পরিদর্শন করেন।এ দিন বিপর্যয়স্থল ঘুরে দেখেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিদেবী, স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা, মেয়র ফিরহাদ, পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সেখানে ফিরহাদ বলেন,'এবার পুরসভা এবং কলকাতা পুলিশকে আগেভাগে জানাতে হবে। এই ভাঙছে, ফাটল ধরছে, রাতারাতি সকলকে হোটেলে না তুলে ১০ হোক, ১৫ হোক বা ২০ দিন আগে জানাতে হবে আমাদের। আমরা সকলকে হোটেলে স্থানান্তর করব।' তিনি আরও বলেন,'পরবর্তী পর্যায়ে বউবাজারে মেট্রোর কাজ হলে ওই জায়গা খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি খুবই উদ্বিগ্ন। বারবার এলাকাবাসীর খবর নিয়েছেন। লাগাতার হয়রানির শিকার তাঁরা। সমাধানের নির্দেশ দিয়েছেন তিনি।'স্থানীয়দের অভাব-অভিযোগ শুনতে শিবির করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সে কথা জানিয়ে ফিরহাদ জানান,'মেট্রোর কাজে মাটি আলগা হয়ে যাচ্ছে। তাই বার বার দেখা দিচ্ছে ফাটল। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কাউন্সিলর, স্থানীয় ওসি, কলকাতা পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের লোকজন এলাকায় শিবির করে থাকবেন। স্থানীয় বাসিন্দাদের সুবিধা-অসুবিধা খতিয়ে দেখবেন।'এ দিন ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য আর্থিক ক্ষতিপূরণের ঘোষণাও করেন ফিরহাদ। তিনি বলেন,'৩০ দিনের বেশি গৃহহীনদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভাড়াটে ও দোকানকর্মীদের দেড় থেকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। ১০০ বর্গফুটের বেশি জায়গার দোকান হলে ক্ষতিপূরণ হবে ৫ লক্ষ টাকা। তার কম হলে ক্ষতিপূরণ দেড় লক্ষ টাকা।'

(责任编辑:टुडे आईपीएल मैच लाइव)

    相关内容
    推荐文章
    热点阅读